মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

4. Special patterns of sentences ( বাক্যের বিশেষ গঠন ) part. 2

  • Use of Need ( Need এর ব্যাবহার ):

Sub + Need + verb + ing ( জড় পদার্থ )

Example :
My hair need cutting. ( আমার চুল কাটা দরকার )
my watch need repairing. ( আমার চুল কাটা দরকার )
your shirt needs sewing, ( তোমার শার্ট সেলাই করা দরকার )
My car needs changing. ( আমার গাড়িটা পরিবর্তন করা দরকার )

  • কিন্তু subject যদি প্রানী বাচক হয় তবে বাক্যের গঠনটি হবে ...

আমরা জানি verb এর present form এর আগে to বসিয়ে infinitive করা হয় । এবার লক্ষ করুন..
Example:
Jaman and his brother need to paint this house. ( জামান এবং তার ভাইয়ের বাড়িটা রঙ করা দরকার । )
He needs to marry soon. ( সে খুব দ্রুত বিয়ে করতে চাই। )
My friend needs to learn Spanish. ( আমার বন্ধুর স্পানিশ শেখা দরকার )
I need to leave this place. ( আমার সথানটি ত্যাগ করা দরকার । )

 

  • What is it like. ( এটা কেমন ) [ what + be verb + sub + like ]

What's your friend like? ( তোমার বন্ধু কি ধরনের মানুষ )
What's your country like?  ( তোমার দেশ কেমন ? )
What's your weather like?  ( আভহাওয়া কেমন ? )
এবার কিছু প্রশ্ন ও উত্তর লক্ষ করুন । এখানে কথোপকথনের ভাষা ব্যাবহার করা হইয়েছে ;
voice 1 : Whats your teacher like?
voice 2:  she is very patient.
voice 1 : Whats are his parents like?
voice 2:  They are very kind.
voice 1:  What was your holiday like?
voice 2:  Wonderful, we swam a lot.
voice 1:  What were the beach like?
Voice 2:  OK, a little dirty.
এমন কিছু প্রশ্ন তৈরী করুন এবং নিজে নিজে উত্তর করার চেষ্টা করুন ।
এখানে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে এগুলোর উত্তর করার চেষ্টা করুন ।

What's the people of your country like?
What's your town like?
What was the food like?
What's the summer in Dhaka?
Where were you like in your childhood?
What's are Nazrul's poem like?
What's were the weather like yesterday?

Special patterns of sentences ( বাক্যের বিশেষ গঠন ) part : 3 থেকে মুল লেসন এ যাব ।
এবং আজ থেকে প্রতিদিন ১০ টা নতুন ওয়ার্ড এর synonym, antonym এবং কিছু common  proverb  দিব যেটা Spoken English এর গুরুত্তপুর্ন অংশ ।

  •  Some common proverbs used in everyday conversations

  1.  A friend in need is a friend indeed. ( অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু ।)
  2. A stitch in time saves nine. ( সময়ে এক ফোড় অসময়ে দশ ফোড় । )
  3. Adversity often leads to prosperity. ( দূর্ভাগ্য অনেক স্থলে সৌভাগ্যের মুল । )
  4. After clouds comes fair weather. ( দুঃখের পর সুখ আসে । )
  5. After death comes the doctor. ( চোর পালালে বুদ্ধি বাড়ে । )

  • Necessary Vocabulary with Synonyms & Antonyms

    Word                               Meaning                        Synonym                            Antonym     

     1. ABATE ---------  কমানো বা  ------------  Decrease, Reduce, ------------  Intensify, Enhance,
    ( আ্যবেইট)                প্রশমিত করা                  Diminish, Lessen .                    Increase, Magnify.

    2. ABSURD  ------- অযৌক্তিক বা ---------- Unreasonable,  -----------------  Reasonable, Sensible
    ( অ্যাবসার্ড )               হাস্যকর                      Illogical

    3. ACCUMULATE ---- পুন্জীভুত করা ---  Heap up,  -----------------------  Disperse, Scatter
    ( অ্যাকিউমিউলেট )           বা হওয়া               Amass

    4. ADEPT  -----------  অত্যন্ত দক্ষ  --------  Skillful, Expert,  ---------------  Inept, unskilled
    ( অ্যাডেপ্ট )                                                 Master

    5. ABUNDANT ------  প্রচুর, অধিক ----  Plenty, Ample  ------------------   Scarce, Insufficient
    ( অ্যাবানডান্ট  ) 
                 
    6. ADMIRE  ------   উচু ধারনা রাখা  ----  Respect, Praise   ---------------  Have a low opinion of
    (অ্যাডমায়ার)

    7. ADULTERATE  ----  ভেজাল মেশানো  --  contaminate, pollute -------  purify, Clean
    ( অ্যাডাল্টিরেট )

    8. ANNOY  --------    বিরক্ত করা  ---------  Disturb, Irritate -------------   Clam, Please
    ( অ্যানয় )

    9. ANONYMOUS  -------  রচয়িতার নাম হীন --  Nameless, Unnamed  -----  Named, signed
    ( অ্যানোনিমাস )

    10. ANXIOUS   ------  অত্যন্ত আগ্রোহী  ---  Worried, Alarmed,  ---------  Assured, Reluctant
    ( অ্যান্কশাস )                                              eager, Desirous