বুধবার, ৯ অক্টোবর, ২০১৩

Request refusal or accept ( অনুরোধ প্রত্যাখ্যান বা গ্রহন )

I am afraid, not
( আমি দুঃখিত যে আপনাকে না বলতে হচ্ছে ।)
No, you can't/ may not.
( না, দরকার নেই।)
I'd like to, but.
(আমি চাই, কিন্তু । )
Sorrry, but.
( দুঃখিত, কিন্তু ।)
As a matter of fact.
( সত্য বলতে কি।)
I wish I could,but.
( যদি পারতাম, কিন্তু ।)
No, thanks.
( না, ধন্যবাদ ।)
Voice 1 : Could you tell me the way to the post office?
           ( দয়া করে আমাকে ডাকঘরে যাবার রাস্তাটা বলে দিবেন ? )
Voice 2 : I am afraid not because I don't know the way.
              ( আমি দুঃখিতো যে আপনাকে না বলতে হচ্ছে কারন আমি রাস্তাটা চিনি না। )
Voice 1 : May I help you/ Can I help you?
             ( আমি কি আপনাকে সাহায্য করতে পারি ? )
Voice 2 : No, you may not/ no, you can't.
           ( না, দরকার নেই। )
Voice 1 : Would you draw a picture for me please?
             ( দয়া করে আমাকে একটা ছবি এঁকে দিবেন? )
Voice 2 : I'd like to but I have no time.
             ( আমি চাই কিন্তু আমার সময় নাই।)
Voice 1 : Can you lend me some money, please?
             ( আপনি আমাকে কিছু টাকা ধার দিতে পারেন? )
Voice 2 : Sorry, but I have no money in my hand.
             ( দুঃখিতো, আমার হাতে কোন টাকা নেই ।)
Voice 1 : Would you please go to the theatre with me?
             ( আপনি কি দয়া করা আমার সাথে থিয়েটারে যাবেন? )
Voice 2 : I wish I could, but I have an appointment.
            ( যেতে পারলে আনন্দিত হতাম কিন্তু আমার আক্তা অ্যাপয়ন্টমেন্ট আছে।)

রবিবার, ৬ অক্টোবর, ২০১৩

Would you mind এর ব্যাবহার


বিনয় মিশ্রিত (polite request) করতে would you please বা would you mind ব্যাবহার হয়।


Voice 1 : Would you mind paying in cash, please?

    ( আপনি কি দয়া করে নগত ক্যাশ দিবেন?)

Voice 2 : Yes, just a moment, please.

     ( হ্যা, আক্তু অপেক্ষা করুন।)

Voice 1 : Would you mind lending me your pen?

     ( আপনার কলমটা কি দয়া করে আক্তু ধার দিবেন?)

Voice 2 : Yes, of course. This is.

      ( হ্যা, অবশ্যই। এইতো নিন।)

Voice 1 : Would you mind opening the door?

     ( আপনি দয়া করে দরজাটা খুলবেন?)

Voice 2 : Sorry, I’m ill.

      (দুঃখিত, আমি অসুস্থ।)

I wonder if এর ব্যাবহার

Voice 1 : I wonder if you could help me to do the sum.
     (আপনি যদি দয়া করে অংক টা করতে সাহায্য করতেন।)
Voice 2 : yes, of course.
     ( হ্যা, অবশ্যই।)
Voice 1 : I wonder, if you could wait here?
      ( আপনি যদি দয়া করে এখানে অপেক্ষা করেন।)
Voice 2 : Sure , I shall do.
     ( অবশ্যই, আমি করছি।
Voice 1 : I wonder if you would change the channel?
     (যদি দয়া করে চ্যানেল টা পরিবরতন করে দিতেন। )
Voice 2 : Sure, I’ll do.
( অবশ্যই, আমি করছি।)

Some common proverbs used in everyday conversations.

All that glitters are not gold.

(চকচক করলেই সোনা হয় না।)

All seems yellow to the jaundiced eye.

 ( পক্ষপাত দুষ্ট লোকের কাছে সবই দুষ্ট মনে হয়।)

All’s well that ends well.

( শেষ ভাল যার সব ভাল তার ।)

Everybody’s business is nobody’s business.

ভাগের মা গঙ্গায় পাই না।)

None can control a woman’s tongue.

( অবলার মুখই বল। )

Will you/ Would you এর ব্যাবহার


Will you shut the door please

( আপনি কি দয়া করে দরজাতা বন্ধ করবেন?)

Will you give him the news, please?

( আপনি কি দয়া করে সংবাদটা তাকে দিবেন?)

Will you pass me the book, please?

( আপনি কি দয়া করে তাকে বইটা দিবেন?)

Will you come to me tomorrow, please?

আপনি কি দয়া করে আগামিকাল আমার কাছে আসবেন?)

Will you give me my complements to your friends, please?

( তুমি কি দয়া করে তোমার বন্ধুদের কাছে আমার শুভেচ্ছা পৌছে দিবে?

Voice 1 : Would you give me a pen, please?

    ( আপনি কি দয়া করে আমাকে একটা কলম দিবেন? )

Voice 2 : Yes, of course. This is.

      (হ্যা, অবশ্যই। এই তো।)

Voice 1 : Would you please shut the door?

     (আপনি দয়া করে দরজা টা বন্ধ করবেন কি?)

Voice 2 : Yes, indeed.

     ( হ্যা, অবশ্যই )

Voice 1 : Would you please bring me a watch from market?

     ( আপনি কি দয়া করে মার্কেট থেকে আমার জন্য একটা ঘড়ি আনবেন?)

Voice 2 : Sorry, I’m to go office.

     ( দুঃখিত, আমাকে অফিস যেতে হবে।)

Voice 1 : Would you please keep them quiet?

     ( আপনি দয়া করএ তাদেরকে শান্ত করবেন?)

Voice 2 : Yes, indeed. I shall do.

      (হ্যা, অবশ্যই। আমি করব।)
 

Could I/could you এর ব্যাবহার


Voice 1 : Could you lend me your pen please?

    ( দয়া করে আপনার কলম টা ধার দিবেন?)

Voice 2 : Yes, of course. This is.

     ( হ্যা, অবশ্যই। এই তো।)

Voice 1 : Could you tell me where the shoe department is, please?

      ( দয়া করে বলবেন কি জুতার দোকান গুলো কোথায়?)

Voice 2 : Yes, of course. It’s on the 3rd floor.

      (হ্যা অবশ্যই। এটা চতুর্থ তলায়।)

Voice 1 : Could I have another plastic bag?

     ( আমি কি আর একটি প্লাষ্টিক ব্যাগ পেতে পারি?)

Voice 2 : Yes, indeed. I’ll give you.

     ( হ্যা অবশ্যই, আমি আপনাকে দিচ্ছি।)

Can I/ you এর ব্যাবহার


Voice 1 : Can I have your book please?

     ( আমি কি আপনার বইটা পেতে পারি? )

Voice 2 : Yes, I am giving that.

     ( হ্যা, আমি দিচ্ছি।)

Voice 1 : Can you tell me the code of Magura, please?

     ( আপনি কি দয়া করে মাগুরার কোডটা বলতে পারেন?)

Voice 2 : One moment, please. I’ll just look it up.

      ( দয়া করে একটু অপেক্ষা করুন, আমি দেখছি।)

Voice 1 : Can you turn up the volume, please?

     ( আপনি কি দয়া করে ভলিয়মটা আক্তু বাড়িয়ে দিতে পারেন?

Voice 2 : Yes, of course. Just a minute, please.
      (হ্যা, অবশ্যই। একটু অপেক্ষা করুন।)

May I এর ব্যাবহার


Voice 1 : May I know your name please.

      ( আমি কি আপনার নামটা জানতে পারি?)

Voice 2 : Yes, this is shawrav.

      ( হ্যা, আমি সৌরভ)

Voice 1 : May I know your home district, please?

     ( আমি কি আপনার জেলা কোথায় জানতে পারি?)

Voice 2 : Yes, of course That’s Jhenaidah.

     ( হ্যা, সেটা ঝিনাইদাহ।)

Voice 1 : May I go with you please?

     ( আমি কি আপনার সাথে যেতে পারি?)

Voice 2 : Yes you may.

      (হ্যা, তুমি পার।)

Voice 1 : May know your education please?

     ( আমি কি আপনার পড়ালেখা সম্পর্কে জানতে পারি?)

Voice 2 : Yes, of course I am a graduate.

       (হ্যা, অবসশ্যই । আমি একজন গ্রাজুয়েট ।)

Request ( অনুরোধ)


কাউকে Request করতে হলে নিচের শব্দ গুলো ব্যাবহার করতে হবে ।


May I

Can I/you

Could I/you

Will you

Would you

Would you please/ would you mind

I wonder if
এবার আমরা দেখবো, এই শব্দগুলো ব্যাবহার করে কাকে, কিভাবে Request করতে হয় এবং তার জবাবই বা কিভাবে দিতে হবে

শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৩

5. Special patterns of sentences part. 3 - Attracting Others Attention ( অপরের দৃষ্টি আকর্ষন )


Formal এবং ভদ্রোচিত ভাষায় কারো দৃষ্টি আকর্ষন করতে হলে বলতে হবে 

Excuse me
Pardon me

কোন ব্যাক্তিকে তার কাজ়ের মধ্যে বা অন্য কোন সময়ে হঠাৎ করে নিজের প্রতি আকৃষ্ট করতে চাইলে ...

Pardon me, can I use your pen for sometime?
 ( আমি কি আপনার কলম টা কিছু সময়ের জন্য ব্যাবহার করতে পারি? )
Excuse me, could you tell me how can i get to the university?
( আমি বিশ্ববিদ্যালয়ে কিভাবে পৌছাব তা একটু দয়া করে বলবেন কি ?)
ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের দৃষ্টি আকর্ষন করার ক্ষেত্রে Informal পরিবেশে নিচের Expression ব্যাবহৃত হয়।
Hi, Sharan, where are you going?
 ( এই সরন তুমি কোথায় যাচ্ছ? )
hey, Rimi, come and look at this.
( এই রিমি, এদিকে আস, দেখত । ) 
Look, he is coming.
( দেখ, সে আসছে ।)
Look there, tonmoy is coming.
(ঐ দিকে দেখ, তন্ম্য় আসছে।)
  • Some common proverbs used in everyday conversations

    1.  After meat comes mustard. Hunger waits for no delicacy.
    (  নুন আনতে পান্তা ফুরায় ।)
    2. After sweetmeat comes sauce.
    ( যত হাসি তত কান্না।)
    3. All covet, all lost.
    ( অতি লোভে তাঁতী নষ্ট ।)
    4. All feet tread not in one shoe.
    ( নানা মুনির নানা মত। )
    5.All his geese are swans, One's own thing is the best.
    ( নিজের জিনিস সকলেই ভাল দেখে।)

    Necessary Vocabulary with Synonyms & Antonyms

    Word                              Meaning                       Synonym                      Antonym   

    1. ASSIST  --------  সহযোগিতা করা ------  help, aid, support ------ Oppose, Obstruct

    2. AUTHENTIC  ----- খাঁটি  ---------      genuine, real, reliable  -----  Imitation, Inaccurate

    3. ABHOR   ---------    ঘৃনা করা  --- ---  Detest, loathe, Despise ----  Love, Adore

    4. ABRIDGE  --------  সংক্ষেপ করা  ------  Shorten, condense  ----  Expand, enlarge

    5. ACME   --------   সর্বচ্চো স্থান   -------    pinnacle, zenith, apex  ----  Nadir

    6. ADAMANT  ----   অনমনিয়  --------   Insistent  ------  Flexible

    7. ADROIT  ----   দক্ষ, কুশলী   --------  Adept, Dextrous  -----  Awkward, clumsy

    8. ADVERSE  ----   প্রতিকুল, বিরোধী  ----  Unfavorable, antagonistic  --- Beneficial

    9. ADVOCATE   ----   সমর্থক   ------     Support, proponent  ----  Oppose, opponent

    10. ALIENATE  -----   বিরোধ সৃষ্টি করা  ----  Estrange -----  Reconcile

মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

4. Special patterns of sentences ( বাক্যের বিশেষ গঠন ) part. 2

  • Use of Need ( Need এর ব্যাবহার ):

Sub + Need + verb + ing ( জড় পদার্থ )

Example :
My hair need cutting. ( আমার চুল কাটা দরকার )
my watch need repairing. ( আমার চুল কাটা দরকার )
your shirt needs sewing, ( তোমার শার্ট সেলাই করা দরকার )
My car needs changing. ( আমার গাড়িটা পরিবর্তন করা দরকার )

  • কিন্তু subject যদি প্রানী বাচক হয় তবে বাক্যের গঠনটি হবে ...

আমরা জানি verb এর present form এর আগে to বসিয়ে infinitive করা হয় । এবার লক্ষ করুন..
Example:
Jaman and his brother need to paint this house. ( জামান এবং তার ভাইয়ের বাড়িটা রঙ করা দরকার । )
He needs to marry soon. ( সে খুব দ্রুত বিয়ে করতে চাই। )
My friend needs to learn Spanish. ( আমার বন্ধুর স্পানিশ শেখা দরকার )
I need to leave this place. ( আমার সথানটি ত্যাগ করা দরকার । )

 

  • What is it like. ( এটা কেমন ) [ what + be verb + sub + like ]

What's your friend like? ( তোমার বন্ধু কি ধরনের মানুষ )
What's your country like?  ( তোমার দেশ কেমন ? )
What's your weather like?  ( আভহাওয়া কেমন ? )
এবার কিছু প্রশ্ন ও উত্তর লক্ষ করুন । এখানে কথোপকথনের ভাষা ব্যাবহার করা হইয়েছে ;
voice 1 : Whats your teacher like?
voice 2:  she is very patient.
voice 1 : Whats are his parents like?
voice 2:  They are very kind.
voice 1:  What was your holiday like?
voice 2:  Wonderful, we swam a lot.
voice 1:  What were the beach like?
Voice 2:  OK, a little dirty.
এমন কিছু প্রশ্ন তৈরী করুন এবং নিজে নিজে উত্তর করার চেষ্টা করুন ।
এখানে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে এগুলোর উত্তর করার চেষ্টা করুন ।

What's the people of your country like?
What's your town like?
What was the food like?
What's the summer in Dhaka?
Where were you like in your childhood?
What's are Nazrul's poem like?
What's were the weather like yesterday?

Special patterns of sentences ( বাক্যের বিশেষ গঠন ) part : 3 থেকে মুল লেসন এ যাব ।
এবং আজ থেকে প্রতিদিন ১০ টা নতুন ওয়ার্ড এর synonym, antonym এবং কিছু common  proverb  দিব যেটা Spoken English এর গুরুত্তপুর্ন অংশ ।

  •  Some common proverbs used in everyday conversations

  1.  A friend in need is a friend indeed. ( অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু ।)
  2. A stitch in time saves nine. ( সময়ে এক ফোড় অসময়ে দশ ফোড় । )
  3. Adversity often leads to prosperity. ( দূর্ভাগ্য অনেক স্থলে সৌভাগ্যের মুল । )
  4. After clouds comes fair weather. ( দুঃখের পর সুখ আসে । )
  5. After death comes the doctor. ( চোর পালালে বুদ্ধি বাড়ে । )

  • Necessary Vocabulary with Synonyms & Antonyms

    Word                               Meaning                        Synonym                            Antonym     

     1. ABATE ---------  কমানো বা  ------------  Decrease, Reduce, ------------  Intensify, Enhance,
    ( আ্যবেইট)                প্রশমিত করা                  Diminish, Lessen .                    Increase, Magnify.

    2. ABSURD  ------- অযৌক্তিক বা ---------- Unreasonable,  -----------------  Reasonable, Sensible
    ( অ্যাবসার্ড )               হাস্যকর                      Illogical

    3. ACCUMULATE ---- পুন্জীভুত করা ---  Heap up,  -----------------------  Disperse, Scatter
    ( অ্যাকিউমিউলেট )           বা হওয়া               Amass

    4. ADEPT  -----------  অত্যন্ত দক্ষ  --------  Skillful, Expert,  ---------------  Inept, unskilled
    ( অ্যাডেপ্ট )                                                 Master

    5. ABUNDANT ------  প্রচুর, অধিক ----  Plenty, Ample  ------------------   Scarce, Insufficient
    ( অ্যাবানডান্ট  ) 
                 
    6. ADMIRE  ------   উচু ধারনা রাখা  ----  Respect, Praise   ---------------  Have a low opinion of
    (অ্যাডমায়ার)

    7. ADULTERATE  ----  ভেজাল মেশানো  --  contaminate, pollute -------  purify, Clean
    ( অ্যাডাল্টিরেট )

    8. ANNOY  --------    বিরক্ত করা  ---------  Disturb, Irritate -------------   Clam, Please
    ( অ্যানয় )

    9. ANONYMOUS  -------  রচয়িতার নাম হীন --  Nameless, Unnamed  -----  Named, signed
    ( অ্যানোনিমাস )

    10. ANXIOUS   ------  অত্যন্ত আগ্রোহী  ---  Worried, Alarmed,  ---------  Assured, Reluctant
    ( অ্যান্কশাস )                                              eager, Desirous

সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৩

3. Special patterns of sentences ( বাক্যের বিশেষ গঠন ) part. 1

To get things done ( কারো দ্বারা কাজ করানো ) :

অন্যকে দিয়ে কাজ করাতে যে verb গুলো use করা হয় তা হল- have, get make, let , help । এগুলোকে causative verb বলা হয় ।










I had Rahim clean the room.
( আমি রহিম কে দিয়ে রুমটি পরিষ্কার করিয়ে নিয়েছিলাম । )
  • [Causative verb এর ব্যাবহার করে বাক্য গঠনের নিয়ম: [ sub + have/has/had + NP + verb এর simple form + Extension]
Example ( উদাহরন ):
Razib had Abdul wash the car.
( রাজীব আব্দুল দিয়ে গাড়িটা ধুইয়েছিল । )
 I'll have my servant clean my room.
( আমি আমার চাকরকে দিয়ে রুমটা পরিষ্কার করিয়ে নেব । )
Father has labu do his office work
( বাবা লাবুকে দিয়ে তার অফিসের কাজ করিয়ে নেয় । )
The president had his ad visors arrange a press conference.;
( প্রেসিডেন্ট তার উপদেষ্টা কে দিয়ে একটা সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল । )

 কিন্তু causative get ব্যাবহার করলে মুল verd এর আগে to বসবে । এক্ষেত্রে নিয়মটি হল: 

  • [ Sub + get/got + NP + to + verb + Extension ]

    example:.
      I got him to wash my shirt
    ( আমি  তাকে দিয়ে আমার জামা পরিষ্কার করিয়েছিলাম । )
    Zakir gets his father to write the notes.
    ( জাকির তার বাবা কে দিয়ে নোট গুলো লিখিয়ে নেয় । )
    Father gets laboni to sew his shirt.
    ( বাবা লাবনীকে দিয়ে তার জামা সেলাই করিয়ে নেয় । )

    লক্ষ করুন: Sub + have/get + NP +   verb এর past participle

    I got the car washed.
    ( আমি গাড়িটা ধুইয়ে নিয়েছিলাম । )
    Ninza had the car washed.
    ( নিনজা গাড়িটা ধুইয়ে নিয়েছিল ) [ কার দ্বারা ধুইয়ে নেওয়া হয়েছে সেটা বলা হয়নি ।]

     এবার causative MAKE এ ব্যাবহার লক্ষ করুন : যখন একজন আরেকজনকে কোনকিছু করতে জোর করে বা বাধ্য করে তখন make ব্যাবহৃত হয় । 
    Example:
    Mother made the baby take food.
    ( মা ছেলেটিকে খাবার খাইয়েছিল । )
    He made the machine work.
    ( সে মেশিনটি চালু করিয়েছিল ।)

    এবার  Causative  LET এর ব্যাবহার লক্ষ করুন :

    father let his son swim to the river.
    ( বাবা তার ছেলেকে নদীতে সাতার কাটার অনুমতি দিলেন । ) [ অনুমতি]
    My dad permitted me to use his car.
    ( বাবা আমাকে তার গাড়ী ব্যাবহার করতে দিলেন । )

    Causative HELP এর ব্যাবহার: [ Sub + help/ helped + NP + verb or to সহযোগে মুল verb ]

    I helped mother washed the room.
    ( ঘরটা পরিষ্কার করতে আমি মাকে সাহায্য  করেছিলাম । )
    My teacher helped me get the job.
    ( শিক্ষক আমাকে চাকরিটা পেতে সাহায্য করেছিল । )

    কিছু example নিজে নিজে চেষ্টা করুন, এভাবে প্রতিদিনের lesson গুলো থেকে নতুন নতুন বাক্য গঠন করুন এবং তা নোট করুন ।


2.Seven master law for spoken english

Firstly I have to tell the seven master law for spoken English ( প্রথমত ইংরেজীতে কথা বলার ৭ টা প্রধান নিয়ম বলি ):

1. Enrich Yourself with Vocabularies ( শব্দভান্ডার সমৃদ্ধ করা)
2. First language, Next grammar ( আগে ভাষা পরে গ্রামার )
3. Pronunciation ( উচ্চারন )
৪. Reading English news paper ( ইংরেজী পত্রিকা পড়া )
5. Make a habit of speaking english ( অধিক হারে  ইংরেজীতে কথা বলার অভ্যাস করা )
6. Enjoying English programme  ( ইংরেজী অনুষ্ঠান উপভোগ করা )
7. Think everything in English ( সার্বিক ভাবনার ইংরেজীকরন )

এখানে ধাপে ধাপে সব বর্ননা করা হয়েছে । ভালভাবে ইংরেজী শিখতে আমাদের প্রতিটি lesson এ মনোযোগী হোন । .....ধন্যবাদ সবাইকে ।

1. Some Important regular word for speaking

  • Some Important Conjunction for English Sentence : 

     

     

     

     

     

     

     

     

     

     

     Word / phrase----শব্দার্থ 

    Although / though -----      যদিও
    In spite of / despite -----     সত্বেও
    Even though -----    এমনকি যদিও
    However ------   তবে/ অবশ্য
    In contrast to ------    বিপরীতক্রমে
    On the other hand -----     অপরপক্ষে
    Instead of /In lieu of  -----    পরিবর্তে বা বদলে
    Nevertheless / still /yet -----    তবুও
    Rather than ------     তার চেয়ে বরং
    Additionally / moreover -----     অধিকন্ত
    Likewise -----      একইভাবে
    In addition to ----    তাছাড়া
    So long as ------    যদি না..
    So far as -----    যত দূরই যায়
    Also / In addition -----    আরও, ও
    Accordingly  ------ সেই অনুসারে
    Hence / Explanation for  ----- এজন্য
    Consequently /As a result  ------ ফলে
    Therefore  -----    অতএব
    Thus /In this way   ------ এভাবে
    When …then  ------    যখন......তখন
    So …. That  ------     এত...যে
    In order to  ------     উদ্দেশ্যে
    For the purpose  of   ------    উদ্দেশ্যে
    So that  -----    যেন, যাতে

    অপরের দৃষ্টি আকর্ষন (Attracting Others Attention):

     
      
     

     

     

     

     

     

     

     

     
  • Excuse me … / Pardon me  -----    ক্ষমা করবেন
    Hi, Tan../ Hey, Raz …/ hey you -----  এই( কারো দৃষ্টি আকর্ষন করা
    Look…/ look There …/ Hellow… / Listen  -----    দেখো, শুনো, এদিকে দেখো

অভিবাদন করা(Greeting/ Introducing):


Hello. /Hullo/Hallo   ------     এই যে (দৃষ্টি আকর্ষন )
Glad to meet / see you   -------    সাক্ষাতে খুশি হলাম
It’s a pleasure    ------    আমিও খুশি হলাম
It’s nice to see/meet you  -----   সাক্ষাতে খুশি হলাম, আমিও খুশি হলাম

কাউকে ধন্যবাদ দেয়া (Thanking Someone):

Thanks../ Thank you / thank you very much / thanks a lot   -----   অনেক ধন্যবাদ

ধন্যবাদের প্রত্তুরে:

Welcome / you’re welcome / Most welcome   ------    সাদরে গৃহিত
That’s all right/ don’t mention it/ It’s a pleasure    ------    ঠিক আছে